Chinese Steamed Buns. চীনের স্টিম বান রেসিপি
I LOVE Chinese dumplings and buns, and if you never tried them before then you are definitely missing out! Here is my Chinese Steamed bun recipe that you can make in your own kitchen. This recipe will give you delicious Chinese buns that you will love.
চীনের স্টিম বান! নতুন কিছু ট্রাই করার মজাই আলাদা। সব সময় তো ওভেনে বান বানিয়ে অভ্যস্ত এবার না হয় চুলায় স্টিম বান তৈরি করে দেখুন। প্রেসার কুকারে ।
চাউনার গুয়াঙ্গুতে দেখেছি তারা সকালের নাস্তায়র একটি আইটেম হিসাবে এই স্টীম বান রাখে। গরম গরম খেতে অন্নেক মজা । স্টিম বান ট্রাই করুন । কোন সমস্যা বা প্রশ্ন থাকলে কমেন্টে জানান । উত্তর পাবেন ঝটপট।
উপকরণ
বান তৈরিতে
ময়দা – ২ কাপ
চিনি – ১ চা চামচ
লবন – ১/২ চা চামচ
ইস্ট – ১/২ চা চামচ
তেল ১ চা চমচ
কুসুম গরম দুধ – ১ কাপ