সাম্প্রতিক

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

বসন্ত এসে গেছে বসন্ত এসে গেছে || Boshonto Eshe Geche || Cover Song (Female)



বসন্ত এসে গেছে - অবন্তিকা

আকাশে বহিছে প্রেম, নয়নে লাগিল নেশা
কারা যে ডাকিল পিছে! বসন্ত এসে গেছে;
মধুরও অমৃত বানী, বেলাগেল সহজেই
মরমে উঠিল বাজি; বসন্ত এসে গেছে;
থাক তব ভূবনের ধুলিমাখা চরণে
মাথা নত করে রব, বসন্ত এসে গেছে;
বসন্ত এসে গেছে ।
গগনের নবনীলে মনেরও গোপনে
বাজে ঐ, বাজে ঐ, বাজে ঐ
পলাশেরও নেশা মাখি চলেছি দু’জনে
বাসনার রঙে মিশি শ্যামলে স্বপনে
কুহু কুহু শোনা যায় কোকিলের কুহুতাণ
বসন্ত এসে গেছে, বসন্ত এসে গেছে;
পূর্নিমার রাতে ঐ ছোটছুটি করে কারা
দখিনা পবনে দোলে, বসন্ত এসে গেছে;
কেমনে গাথিব মালা, কেমনে বাজিবে বেনু
আবেগে কাপিছে আঁখি, বসন্ত এসে গেছে;
থাক তব ভূবনের ধুলিমাখা চরণে
মাথা নত করে রব, বসন্ত এসে গেছে,
বসন্ত এসে গেছে, বসন্ত এসে গেছে,
বসন্ত এসে গেছে ।
এই বসন্তে অনেক জন্ম আগে
তোমায় প্রথম দেখেছিলেম আমি
হেঁটেছিলেম নিরুদ্দেশের পানে
সেই বসন্ত এখন ভীষণ দামী
আমার কাছে, তোমার কাছে, আমার কাছে…
বসন্ত এসে গেছে ।
থাক তব ভূবনের ধুলিমাখা চরণে
মথা নত করে রব;
বসন্ত এসে গেছে, বসন্ত এসে গেছে
বসন্ত এসে গেছে, বসন্ত এসে গেছে
বসন্ত এসে গেছে, বসন্ত এসে গেছে ।