খুব সহজেই ঘরেই তৈরি করুন টমেটো সস আর বোতলে ভরে সংরক্ষণ করুন সারা বছরের জন্য ।
সস এমন এক খাবার যা আমরা সবাই কম বেশি ব্যবহার করি৷ সবার কাছেই টমেটো সস মজাদার এক উপকরণ। আসুন আজ জেনে নিই কীভাবে টমোটো সস বানানো যায়। আর প্রণালী জেনে নিয়ে ঘরেই বানান মজাদার টমেটো সস। উপকরণের মধ্যে থাকছে টমেটো, চিনি, মরিচের গুঁড়া, লবন এবং সাদা ভিনিগার । রেসিপি দেখে কোন কিছু বুঝতে অসুবিধা হলে । কমেন্টে জানান, উত্তর পাবেন ঝটপট। টমেটো ক্যাচাপ, টমেটো সস বাসায় তৈরি করে খেতে কেমন হল জানাতে ভুলবেন না কিন্তু ! :) রেসিপি ভাল লাগলে আর এমন সব রেসিপি সহজ করে দেখতে pipra24 চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন । ভাল থাকুন সবসময় ।