সাম্প্রতিক

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

palong paratha

পালং শাকের পরোটা

.
প্রয়োজনীয় উপকরণ
.
আটা ২½ কাপ
পালং শাক বাটা ১ কাপ
সাদা তেল ২ চামচ + ৫-৬ চামচ
১ চা চামচ জোয়ান
½ চা চামচ আমচুর গুরো
½ চামচ লংকার গুঁড়ো
নুন ও জল
পালং শাকের পরোটা
.

১ আঁটি পালং শাক ভালো করে ধুয়ে ছোট ছোট করে কেটে নিতে হবে
জলে নুন দিয়ে হালকা ভাপিয়ে ভালো করে জল ছেঁকে নিয়ে ,মিক্সার মেশিনে বেটে নিন।

আটার সাথে নুন, জোয়ান, আমচুর গুরো, লংকার গুঁড়ো ও তেল দিয়ে ভালো করে ময়ান দিতে হবে

এবার পালং শাক বাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিন
খুব ভালো করে মেখে নিন

আমার জল প্রয়োজন হয় নি। যদি লাগে একটু একটু করে মিশিয়ে নিন।মেখে ২ ঘন্টা রেখে দিন

তার পর বড় বড় করে লেচি কেটে যেমন ইচ্ছা আকারে গড়ে সাদা তেলে পরটার মত ভেজে নিন।
.
সব কিছুর সাথেই খুব ভালো লাগে খেতে। অবশ্যই গরম গরম পরিবেশন করুন।