সাম্প্রতিক

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

প্রেমের জন্য আলিয়ার ৩২ কোটি খ’রচ

 


প্রেমের জন্য মানুষ কত কিছুই না করে। আলিয়া ভাটও বাদ যাবেন কেন। পত্রপত্রিকার খবর,

ভারতের মুম্বাইয়ের জুহু ও লন্ডনের কোভেন্ট গা’র্ডেনে দুটি ফ্ল্যাট থাকা সত্ত্বেও রণবীর কাপুরের অ্যাপার্টমেন্টের প্রতিবেশী হতে মুম্বাইয়ের বান্দ্রায় আরো একটি ফ্ল্যাট কিনেছেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট।

ভারতের বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম পিঙ্কভিলার বরাতে হিন্দুস্তান টাইমসের খবর, মুম্বাইয়ের বাস্তু পালি হিল কমপ্লেক্সের পঞ্চম তলায় দুই হাজার ৪৬০ বর্গফুটের একটি ফ্ল্যাট কিনেছেন আলিয়া ভাট। এ অ্যাপার্টমেন্টের সপ্তম তলায় একা থাকেন আলিয়ার প্রেমিক রণবীর কাপুর। আর এই ফ্ল্যাট কিনতে আলিয়ার ব্যয় হয়েছে ৩২ কোটি রুপি। ঘ’টনাচক্রে, এই অ্যাপার্টমেন্টটি কাপুর পরিবারের কৃষ্ণ রাজ বাংলোর নিকটবর্তী।

প্র’তিবেদনে আরো জা’নানো হয়েছে, আলিয়ার এই ফ্ল্যাটের অভ্য’ন্তরীণ ডিজাইনের দায়িত্ব পেয়েছেন প্রযোজক গৌরী খান (শাহরুখ খানের স্ত্রী)।

২০১৬ সালে রণবীরের ফ্ল্যাট সাজানোর একই দায়িত্ব পেয়েছিলেন গৌরী।রণবীর কাপুর ও আলিয়া ভাটকে আগামীতে অয়ন মুখার্জি পরিচালিত ‘ব্রহ্মাস্ত্র’ সিনেমায় দেখা যাবে। প্রথমবারের মতো এ সিনেমায় জুটি বেঁধেছেন বাস্তব জীবনের এ যুগল।