মেথি কিডনির অসুখ, ভিটামিন ঘাটতির অসুখ, বেরিবেরি, মুখের আলসার, ফোঁড়া, ব্রংকাইটিস, চামড়ার নিচে কোষের ক্ষত, যক্ষা, দীর্ঘস্থায়ী কাশি, চুলহীনতা, ক্যান্সার রোগে ব্যবহার হয়।
পুরুষরা হার্নিয়া, বন্ধ্যাত্ব ও নারী ও পুরুষ উভয়েই যৌনতার জন্য মেথি ব্যবহার হয়।
স্তন্যদানকারী মহিলারা দুধের প্রবাহ বাড়ানোর জন্য মেথি ব্যবহার করে থাকেন।
মেথি পাকস্থলীতে চিনির শোষণ ধীর করে আর ইনসুলিন উজ্জীবিত করে। এই দুটো কাজের মাধ্যমে মেথি ডায়বেটিসে লোকদের শরীরে চিনির প্রভাব কমায়।
চুল পড়া রোধে ও স্বাস্থ্যহীন চুলের সৌন্দর্য ফিরিয়ে দেয় মেথি। মেথি বদহজমের সমস্যায় ওষুধের মতো কাজ করে।
রক্তে গ্লুকোজ ও ডায়াবেটিস নিয়ন্ত্রণে
দেহে গ্লুকোজের মাত্রা দারুণভাবে নিয়ন্ত্রণ করতে পারে মেথি। এর অ্যামাইনো এসিড অগ্ন্যাশয়ে ইনসুলিন ক্ষরণে সহায়তা করে। এতে দেহে গ্লুকোজের পরিমাণ হ্রাস পায়। ফলে ডায়াবেটিসও নিয়ন্ত্রণে থাকে।
মেথি গুড়ো উজ্জ্বল ত্বক ও চেহারায় বলিরেখা এবং চোখের নিচে কালো দাগ দুর করতে সাহায্য করে। এছাড়াও খুশকি দূর করে।
মেথি গুড়ো সেবন করলে জরায়ুর সংকোচন ও প্রসারণের যন্ত্রণা কমাতে মেথি কার্যকর। তবে অতিরিক্ত খাওয়া হলে গর্ভপাত বা অপরিণত সন্তান জন্ম হতে পারে।